| |
               

মূল পাতা জাতীয় মেট্রোরেলের একক যাত্রার ২ লাখ টিকিট নিয়ে গেছেন যাত্রীরা 


মেট্রোরেলের একক যাত্রার ২ লাখ টিকিট নিয়ে গেছেন যাত্রীরা 


রহমত নিউজ     15 October, 2024     11:30 AM    


মেট্রোরেলে একক যাত্রায় ব্যবহার করা টিকিটের মধ্যে দুই লাখ ফেরত না দিয়েই স্টেশন থেকে বের হয়ে গেছেন যাত্রীরা।

গতকাল সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ( ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

তিনি বলেন, মেট্রোরেলে একক যাত্রার জন্য ২ লাখ ৪৮ হাজার টিকিট আনা হয়েছিল । এর মধ্যে ১৩ হাজার নষ্ট হয়ে গেছে। ২ লাখ হারিয়ে গেছে। যাত্রীদের এই টিকিট নিয়ে যাওয়ার কারণে প্রায়ই কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকে। তখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। একক যাত্রার টিকিট মেশিনে ঢুকিয়ে বের হতে হয়। সেই টিকিট মেশিনে দিলেই বের হওয়ার সুযোগ থাকে স্টেশনে। তবে একজন টিকিট দেওয়ার পর তার সঙ্গে বের হয়ে যাওয়া যায়, এই সুযোগই নিয়ে থাকেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, একক যাত্রার টিকিট মেট্রো স্টেশনের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।  এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমডিটিসিএল।